পিটসবার্গে ধর্মশালায় হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পিটসবার্গে এবার একটি ধর্মশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। পেনসিলভানিয়ার শিল্প নগরীর এই হামলাকে ইহুদি ধর্মাজাতিদের ওপর সবচেয়ে ভয়াবহতম হামলা বলে উল্লেখ করা হচ্ছে। একটি শিশুর নামকরণ উপলক্ষে তার আত্মীয় স্বজনরা ওই ধর্মশালায় বিশেষ প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। পুলিশ হামলাকারীকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে পাঠিয়েছে। তার নাম রবার্ট বোয়ার্স (৪৬) বলে প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর বলেন, ‘অনেক মানুষকে হতাহত করা হয়েছে। তিনি এই হামলাকে গণহত্যার মত দুর্বৃত্তাচার বলে উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই হামলাকে হেটক্রাইম হিসেবে উল্লেখ করেছে।