আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলানের এক ভাইয়ের ছেলেকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন তুরস্কের একটি আদালত।
২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে সংশ্লিষ্টতার কারণে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
দেশটির বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার কারণে সামলান গুলেনকে এ সাজা দেয়া হয়েছে।
তবে আদালতকে সালমান গুলেন বলেন, যুক্তরাষ্ট্রে নিজের চাচার সঙ্গে মাত্র একবার দেখা করেছিলেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
ফেতুল্লাহ গুলেনের ভাইয়ের ছেলে হওয়ায় এবং অভিযোগ থেকে তার নিষ্কৃতি দাবি করার কারণেই তাকে এ সাজা দেয়া হয়েছে।
তুরস্কের অভিযোগ, ২০১৬ সালের ১৫ জুলাইয়ের অভ্যুত্থানে ফেতুল্লাহ গুলেন ও এফইটিও সংগঠন জড়িত ছিল। তবে এ ব্যর্থ অভ্যুত্থানে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন তিনি।
ওই অভ্যুত্থানে প্রায় ২৫০ জন নিহত ও দুই হাজারের বেশি আহত হয়েছিলেন। তুরস্কের একসময়ের মিত্র ফেতুল্লাহ গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
মন্তব্য