আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন রিভা গাঙ্গুলি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিভাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত জানায়।
এতে বলা হয়, ১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা রিভার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য