আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় রাজ্যটির কোচ জেলার ভাচুয়া শহরের কাছে দুই ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, একটি প্রাইভেটকারে করে একই পরিবারের ১১ সদস্য নিয়ে ভাচুয়া মহাসড়ক দিয়ে ভ্রমণে যাচ্ছিল।
পুলিশ বলছে, সন্ধ্যায় লবণবাহী একটি ট্রাক মহাসড়কের লেন ভেঙে বিপরীতমুখী অন্য লেনে এসে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
এ সময় পেছন থেকে এসে আরেকটি ট্রাক ওই প্রাইভেটকারটিকে আবারও ধাক্কা দেয়।
এতে যাত্রীবাহী ওই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এবং গাড়ির মধ্যে থাকা ১১ যাত্রীর মধ্যে ১০ জন মারা যান ঘটনাস্থলেই।
ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি কোচ জেলা প্রশাসনকে দুর্ঘটনার শিকার পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য