আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। তিনি বলেন, সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টির মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারছেন না। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে ট্রাম্পের বিভিন্ন কার্যকলাপ নিয়ে এ সমালোচনা করেন তিনি। খবর বিবিসি ও এএফপির।
রমনি লিখেছেন, ‘ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দফতরে বিচ্ছুরণ ঘটাতে পারেননি।’ বরাবরই ট্রাম্পের কড়া সমালোচনা করে আসছেন রমনি। তবে সিনেট নির্বাচনে উটাহ রাজ্য থেকে প্রার্থী হিসেবে ট্রাম্পের সমর্থন পেয়েছেন তিনি। ট্রাম্প অবশ্য এখনও রমনির নিবন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি। ২০১৬ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর রমনিকে ‘ব্যর্থ প্রার্থী’ বলে ব্যঙ্গ করেছিলেন ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্পের উপদেষ্টাদের পদত্যাগ কিংবা অনেকের বরখাস্তের সমালোচনা করে রমনি লিখেছেন, ‘তুলনামূলকভাবে স্বল্প অভিজ্ঞদের জ্যেষ্ঠ ব্যক্তিদের উচ্চপর্যায়ে নিয়োগ দিচ্ছেন। যারা আমাদের পাশে থেকে যুদ্ধ করেছে সেই মিত্রদের ত্যাগ করছেন। প্রত্যাহার করছেন বিভিন্ন বিশ্ব সংঘ বা সংস্থার পদ। এসবই দেশের জন্য ক্ষতি বয়ে আনতে পারে।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের যুক্তিহীন কথাবার্তা দেশকে হুমকির মুখে ফেলতে পারে। অবিবেচনাপ্রসূত মন্তব্য তার প্রেসিডেন্সিকে খাটো করেছে। আর এসব কারণে বিশ্বের কাছে আমেরিকা একটি শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
নিবন্ধে রমনি লিখেন, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জিমস ম্যাটিস ও চিফ অব স্টাফ হিসেবে জন কেলির মতো বিজ্ঞদের নিয়োগে তার মন্ত্রিসভার প্রশংসা করেছিলাম।
মন্তব্য