আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানে তালেবানের গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন। সোমবার মেইদান ওয়ারডাক প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর আরও ২৮ সদস্য আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, তালেবান যোদ্ধারা যখন গাড়িবোমার বিস্ফোরণ ঘটান, তখন দুই বন্দুকধারী কম্পাউন্ডের ভেতর ঢুকে হামলা চালায়। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটাতে সাম্প্রতিক ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান বিদ্রোহীরা। এর আগে পাকিস্তানে মার্কিন দূত জালমি খালিজাদের সঙ্গে শান্তি আলোচনার খবর উড়িয়ে দেন তালেবান নেতারা। তাদের দাবি, আফগান সরকার তাদের দাবিদাওয়া পূরণে সক্ষম না। কাজেই আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করা যাবে না।