আন্তর্জাতিক ডেস্ক:পেরুর দক্ষিণপূর্বাঞ্চলে একটি পাহাড়ের পাশে বিয়ের অনুষ্ঠান চলাকালে পাহাড় ধসে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।
দেশটির কতৃৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেরুর অ্যাবানসে নগরীর মেয়র ইভারিস্তো রামোস স্থানীয় রেডিও আরপিপিকে বলেন, 'পাহাড় ধসে হোটেলটির দেয়াল ভেঙে ভেতরের দিকে ঢুকে যায় এবং হোটেলটির একটি অংশ কাদামাটির নিচে চাপা পড়ে।'
তিনি বলেন, হোটেলটিতে বিয়ের অনুষ্ঠানে প্রায় ১শ’ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাহাড় ধসে এটি চাপা পড়ায় ১৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়।
খবর পেয়ে দমকল কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকদের উদ্ধারে রাতভর কাজ করে।
কর্তৃপক্ষ জানায়, আলহামব্রা নামের হোটেলটির অবস্থান ছিল একেবারে পাহাড়ের কাছে। পাহাড় ধসে হোটেলটির পাশের দেয়াল ভেঙে যাওয়ায় এটি মাটিতে চাপা পড়ে।
মন্তব্য