নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটন মন্ত্রীসহ সব যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পর্যটনমন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ সাত জন নিহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় জেলা তেহরাতুমে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেসময় ওই এলাকায় তুষারপাত হচ্ছিল। হেলিকপ্টারটিতে আরও ছিলেন শিল্পপতি অং সেরিং শেরপা, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘনিষ্ঠ উপদেষ্টা যুবরাজ দাহাল এবং দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক বীরেন্দ্র প্রাসাদ শ্রেষ্ঠ। তেহরাতুম জেলার প্রশাসক গীতা কামারি রায় বলেন, উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাবার চেষ্টা করছে। তবে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। কাঠমান্ডু বিমানবন্দরের উদ্ধার সমন্বয় অফিস থেকে বলা হয়েছে, ইতোমধ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঘটনাস্থলটিতে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। ২০১৮ সালে নেপালের কমিউনিস্ট পার্টি সংসদ নির্বাচনে জয় লাভ করলে রবীন্দ্র অধিকারী (৪৯) পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।