আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাবামা ও জর্জিয়া অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। টর্নেডোয় তছনছ হয়ে গেছে বহু বাড়িঘর।
গতকাল রবিবার দুপুরের পর এই টর্নেডো আঘাত হানে। এ সময় অন্তত এক ডজন ছোট-বড় টর্নেডো বয়ে গেছে জর্জিয়া ও আলাবামার ওপর দিয়ে। টর্নেডোর তাণ্ডবের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন উদ্ধার ও ত্রাণকর্মীরা।
লি কাউন্টির কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায়, টর্নেডোয় কেবল লি কাউন্টিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এই কাউন্টির ব্যুরেগার্ড শহরের কাছে একটি জনপদে প্রলয়ঙ্করী তাণ্ডব চালিয়েছে টর্নেডো।
লি কাউন্টির ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাইরন প্রাথার জানান, ঝড়ের কারণের কোথাও কোথাও গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ১৫ হাজারেরও বেশি মানুষকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
জর্জিয়ার দক্ষিণ ও পশ্চিমাংশে টর্নেডোর পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দিনাতিপাত করছেন।
মন্তব্য