১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:ইথিওপিয়া থেকে কেনিয়া যাওয়ার পথে ১৫৭ জন আরোহী নিয়ে একটি ইথিওপিয়ান উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর স্থানীয় সময় রোববার পৌনে ৯টার দিকে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির এয়ালাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন কেবিন ক্রু ছিলেন। এখনও উদ্ধার অভিযান চলছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ। সরকারি মালিকাধানী এই ইথিওপিয়ান এয়ারলাইন্স নিজেদেরকে আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স দাবি করে।