জনগণকে বোকা ভাবা প্রধানমন্ত্রীর বন্ধ করা উচিত: প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:'গ্রেসে চলছে বংশ পরম্পরার রাজনীতি'- এ বলেই নিজের ব্লগে প্রকাশিত এক লেখায় সর্বভারতীয় কংগ্রেসকে আক্রমণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এর তড়িৎ জবাব দিলেন কংগ্রেসের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। প্রিয়াঙ্কা সোজা বলে দিলেন, 'জনগণকে বোকা না ভাবা প্রধানমন্ত্রীর বন্ধ করা উচিত।' নিজের ব্লগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘২০১৪ সালে জনগণ নিশ্চিন্তভাবে উত্তরাধিকারীদের উপর সততা দেখে ভোট দিয়েছিল।’ তার ভাষায়, ‘যখনই উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজনীতি শক্তিশালী হয়ে যায় তখনই প্রতিষ্ঠানগুলো মারাত্মক আঘাতের সম্মুখীন হয়’। তিনি আরও লিখেন, ‘ উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্ষমতার চেয়ে দেশকে অগ্রাধিকার দিয়ে যে সরকার কাজ করে তারাই ভাল কাজ করে।’ মোদি আরও লিখেছেন, উত্তরাধিকার রাজনীতির কারণে কিভাবে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হচ্ছে। বিরোধী দল কংগ্রেসকে উদ্দেশ্য করে মোদি লিখেছেন, উত্তরাধিকার রাজনীতির কারণে সংসদ, প্রেস, সংবিধান, আদালত, সরকারি সংস্থা এবং সশস্ত্র বাহিনী সবই ক্ষতিগ্রস্ত হয়। উত্তর প্রদেশে তিনদিনের নৌকায় নির্বাচনী প্রচারণায় থাকা প্রিয়াঙ্কা গান্ধী মোদির ব্লগের উত্তরে নিজের ব্লগে লিখেছেন, ‘ ক্ষমতাশীন দল বিজেপি গত ৫ বছরে গণমাধ্যমসহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিপদের মুখে ফেলেছে।’ তিনি আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর উচিত জনগণকে বোকা না ভাবা এবং এটা বোঝা যে তারা সবই দেখছেন। প্রিয়াঙ্কা অভিযোগ করেন, যারা ক্ষমতায় অন্ধ থাকেন তারা শুধু অপরের নিন্দাই করতে পারেন। প্রিয়াঙ্কা গান্ধী মোদিকে উদ্দেশ্য করে বলেন, যখন কেউ ক্ষমতার চূড়ায় থাকেন তখন তারা দুটি ভুল ধারণা পোষন করেন। তারা মনে করেন, খুব সহজেই জনগণকে ভুল পথে পরিচালনা করা যায়।দ্বিতীয়ত তারা ভাবেন তাদের বিরুদ্ধে সবাই কথা বলতে ভয় পায়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ক্ষমতাশীল দলকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা যাই করুক, আমরা ভয় পাই না। যত খুশী তারা আমাদের অপদস্ত করার চেষ্টা করতে পারে করুক, আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্লগে গান্ধী পরিবারকে আক্রমণ করে লিখেছেন, ‘১৯৪৭ সালের পর প্রত্যক কংগ্রেস সরকারকে একাধিক প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ করতে দেখা গেছে। জীপ দিয়ে শুরু করে তারা বন্দুক, সাবমেরিন এবং হেলিকপ্টারের দিকে গেছে। প্রতিটা মধ্যস্থকারীই একটা পরিবারের সঙ্গে যুক্ত’। মোদি অভিযোগ করেন, কংগ্রেস দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রকে বিশ্বাস করে না।তিনি বলেন, ‘যদি কোনও নেতা ওই দলের প্রধান হওয়ার সাহস দেখায় তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়।’ মোদি কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্দীরও সমালোচনা করেন। মোদি লিখেছেন, ‘তিনি একটি ‘প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগ’ গঠনের আহ্বান জানিয়েছিলেন, যা আদালতকে সংবিধানের চেয়ে পরিবারের পক্ষে আরও বেশি আনুগত্য করার চেষ্টা করেছিল’। প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, মোদি সরকার প্রতিষ্ঠানকে দুর্বল করেছে। এর জবাবে মোদি বলেন, ‘এনএসি বা জাতীয় উপদেষ্টা কাউন্সিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমান্তরালে তৈরি হয়েছিল। তারপরও কংগ্রেস কেন প্রতিষ্ঠান নিয়ে কথা বলে’। সূত্র : এনডিটিভি