মার্কিন নির্বাচনে ষড়যন্ত্র করেনি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণার সঙ্গে রাশিয়ার যুক্ত থাকার যে অভিযোগ ওঠেছিল তা ভিত্তিহীন। মার্কিন নির্বাচনে রাশিয়ার ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলালেন তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর বিবিসির রোববার মার্কিন কংগ্রেসে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। তবে ট্রাম্প তার প্রেসিডেন্ট ক্ষমতা কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কিনা তা প্রতিবেদনে বলা হয়নি। কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ট্রাম্প এক টুইটে বলেন, কোনো আঁতাত হয়নি, বাধাও দেওয়া হয়নি। এই তদন্ত প্রক্রিয়াকে ট্রাম্প তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিলেন।