নিরাপত্তা চাইতে পুতিনের কাছে যাবেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক:ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার মস্কো যাবেন। মঙ্গলবার এ তথ্য জানায় ইসরাইল সরকারের মুখপাত্র। বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। খবর রয়টার্সের। আগামী ৯ তারিখে ইসরাইলে ভোট অনুষ্ঠিত হবে। তবে ভোটের পাঁচ দিন আগে দুই নেতার সাক্ষাৎ হবে। ডানপন্থী নেতানিয়াহু দেশটির শক্তিশালী কেন্দ্রীয় প্রার্থীর সঙ্গে লড়তে যাচ্ছেন। এদিকে ইসরাইলের সাবেক সেনাপ্রধান বেনি গানতজ বলেন, ইসরাইলে নির্বাচন নিয়ে সাহায্য চাইতে বৃহস্পতিবার মিটিং করবে নেতানিয়াহু। যার মধ্যে তিনি রাজনৈতিকভাবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা চাইতে পারে। এর আগে সোমবার নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি পুতিনের সঙ্গে টেলিফোনে সিরিয়া নিয়ে কথা বলেছেন। আট বছর যুদ্ধের পর রাশিয়ার সহযোগিতায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের হাত থেকে দেশটি উদ্ধার করেছেন। ইসরাইলের উদ্বেগ আসাদের ইরানি ও লেবাননের হিজবুল্লাহ বাহিনী সিরিয়া থেকে হামলা চালানোর জন্য ভিত্তিস্থাপন করতে পারে।