আন্তর্জাতিক ডেস্ক:ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। তবে সেই ইশতেহারে মলাটের ছবি নিয়ে ক্ষুব্ধ সোনিয়া গান্ধী।
ইশতেহারের মলাটে মালদহের চাঁচলে রাহুল গান্ধীর জনসভায় উপচেপড়া ভিড়ের ছবি ছাপা হয়েছে। ওপরে লেখা ‘হাম নিভায়েঙ্গে’। আর নিচে রাহুলের একটি ছোট ছবি। তার পাশে কংগ্রেসের প্রতীক চিহ্ন ‘হাত’।
কিন্তু কংগ্রেস সূত্রের মতে, সোনিয়ার পছন্দ ইশতেহারের ৯ নম্বর পাতায় গ্রামের মহিলাদের সঙ্গে রাহুলের ছবিটি।
সেই ছবিতে গ্রামের ঘোমটা দেয়া মহিলাদের সঙ্গে রাহুলের ছবি।
তবে সেই ছবি নিয়ে আপত্তি কংগ্রেস নেতাদের। তাদের মতে, কংগ্রেস একটি আধুনিক ইশতেহার তৈরি করতে চেয়েছে। সে কারণে দলের আলোচনায় অনেকে সে ছবিটি মলাটে আনতে আপত্তি তোলেন।
কিন্তু সোনিয়া গান্ধী এতটাই রেগে যান যে, মঞ্চে একটি কথাও বলেননি তিনি।
একবার রাহুল গান্ধী নিজে সাংবাদিকদের বলেন, মঞ্চে বাকিদেরও প্রশ্ন করতে। তার পর সোনিয়া গান্ধীকে একটি প্রশ্ন করা হয়।
রাহুল মাইক্রোফোনটিও সোনিয়ার দিকে এগিয়ে দেন। কিন্তু মাইক্রোফোন ফিরিয়ে দিয়ে সোনিয়া বলেন, ‘আমি কোনো প্রশ্নের উত্তর দেব না।’
মন্তব্য