বৈশাখে ইমন ও মমর শৈশবে কৈশোর

বিনোদন ডেস্ক :লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন জাকিয়া বারি মম। বিজ্ঞপ্তির পর জমা পড়ে অনেক আবেদন। সেখান থেকে লোক বাছাইয়ের জন্য নেয়া হয় সাক্ষাৎকার। কিন্তু মজার বিষয় হচ্ছে চাকরিপ্রার্থী যুবকরা সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়ার পরও কাজে যোগ দিতে রাজি হচ্ছেন না। কারণ যুবকদের চাকরি উদ্দেশ্য নয়, তাদের লক্ষ্য মমর সঙ্গে প্রেম করা। এমন গল্প নিয়েই সম্প্রতি নির্মিত হল পহেলা বৈশাখের টেলিফিল্ম ‘শৈশবে কৈশোর’। আহসান হাবিব সকালের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আজাদ আল মামুন। এতে মমর বিপরীতে অভিনয় করেছেন ইমন। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘বৈশাখের জন্য নির্মিত এ টেলিফিল্মের গল্পে কিছুটা উৎসবের আমেজ পাবেন দর্শক। সেই সঙ্গে পূর্ণ বিনোদনও পাবেন।’ মম বলেন, ‘দর্শকরা সাধারণত যে ধরনের গল্প দেখতে পছন্দ করেন টেলিফিল্মটিতে সেরকম সুন্দর একটি গল্প পাবেন। বিনোদনের সব উপকরণই এতে রয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ আসছে পহেলা বৈশাখে এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।