বৈশাখের নাটক

বিনোদন ডেস্ক :পহেলা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। উৎসবের রং ছড়িয়ে দিতে টেলিভিশন চ্যানেলগুলোতেও রয়েছে নানা আয়োজন। এরই মধ্যে টিভি চ্যানেলগুলো চূড়ান্ত করেছে তাদের নাট্যায়োজন। পহেলা বৈশাখে বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ নাটক ‘রূপবান’। অনিমেষ আইচের নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তমালিকা কর্মকার, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারোয়ার রেজা জিমির রচনা এবং তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে নাটক ‘তোমার পাড়ায় আসিব ফিরে।’ দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন আফরান নিশো, জাকিয়া বারি মম প্রমুখ। মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তালাশ’। দেবজ্যোতি ভক্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শংকর সাওজাল, মাজনুন মিজান, বাঁধন প্রমুখ। আরটিভিতে পহেলা বৈশাখ রাত ৮টায় প্রচার হবে নাটক ‘চিট অ্যান্ড লাভ।’ তুষার আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইমন, ঊর্মিলা প্রমুখ। একই চ্যানেলে রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে নাটক ‘সোনালি ইলিশের গল্প’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মম, তাহসান প্রমুখ। দীপ্ত টেলিভিশনে সকাল ৮টা থেকে ‘বাংলার বর্ষবরণ’ শিারোনামে সরাসরি অনুষ্ঠান প্রচার হবে। দেশ টিভিতে পহেলা বৈশাখ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তৃতীয় জন’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, স্নিগ্ধা মমিন প্রমু।