বার্লিনে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা

নন্দিত ডেস্ক:জার্মান আওয়ামী লীগের পক্ষে বার্লিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও মহান স্বাধীনতা সংগ্রামের শব্দ সৈনিক আব্দুল্লাহ আল ফারুক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পরিচালনা করেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেল। বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগ নেতা মিজানুর হক খান, ইউনুস আলী খান, হাফিজুর রহমান আলম, নুরজাহান খান নুরি, কাজী আব্দুল মওদুদ, রানা ভুইয়া, কাজী আকরাম, ওয়াদুদ মিয়া, বাপ্পী তালুকদার, রতন সিকদার, মোহাম্মদ মোতালেব, বেলাল হোসেন, শারফউদিন জুয়েল, আউয়াল খানসহ আরো অনেকে। বক্তারা প্রবাসীদের বিভিন্ন দাবি জার্মানি সফররত পররাষ্ট্রমন্ত্রীর নিকট তুলে ধরেন। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জার্মানির বিভিন্ন শহরে ব্যাপকভাবে পালন করা হবে এবং তা সফল করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সহযোগিতা চান তারা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়ন এবং আয়ের দেশ গড়ার স্বপ্ন নিয়ে কথা বলেন। জার্মানি তথা ইউরোপ প্রবাসী বাঙালিদের তিনি প্রবাসে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরতে আহ্বান জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচী সফল করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বস দেন তিনি। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।