খালেদার অসুস্থতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নন্দিত ডেস্ক:গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসে গাড়ি থেকে নামতে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পড়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা খুবই নাজুক। গত তারিখের চেয়েও আজকে মনে হয় আরও বেশি অসুস্থ। ম্যাডাম আদালতে উপস্থিত হয়ে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিলেন। উপস্থিত কারা পুলিশ সদস্যরা কোনো রকমে বুঝতে পারাতে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে যান।' বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বকশিবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ড অবস্থিত বিশেষ জজ আদালত ৩ এর বিচারিক কার্যক্রম শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে নাজিম উদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি চেয়ারপারসনকে বকশিবাজার বিশেষ জজ আদালতে হাজির করে কারাকর্তৃপক্ষ। খালেদা জিয়ার উপস্থিতির মিনিট দুয়েক পর বিচারিক কার্যক্রম শুরু করেন বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেন। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ গঠনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও আলামত দাখিল না করায় গ্যাটকো দুর্নীতি মামলায় পরবর্তী চার্জ গঠনের শুনানি দিন ১৮ মার্চ ধার্য করেন আদালত। মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘কিছুদিন আগে কয়েকজন ডাক্তার কারাকর্তৃপক্ষের অনুমতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তারা এসে বলেছেন যে, প্রথম দুই মাসে যে চিকিৎসা ব্যবস্থা করতে হয় তার কোনটাই করা হয়নি। আমরা আগে বলেছিলাম যে চিকিৎসা অসমাপ্ত রেখে তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছিল। সে কারণে তার অসুস্থতা বেড়ে গেছে।’ এদিকে, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ এমন কথা তার আইনজীবীরা আমাদের কোন সময় বলেন নাই। এমনকি তিনি নিজেও আদালতে বলেন নাই যে তিনি অসুস্থ। তিনি নিজে যদি আদালতে না বলেন তাহলে আমরা স্বঘোষিত কেন বলবো। তিনি আজকেও আদালতে এসেছিলেন। তিনি অসুস্থতার কথা বলেন নাই, তার আইনজীবীরা বলেন নাই এমনকি কোন কর্তৃপক্ষও বলেন নাই। তিনি সুস্থ আছেন, সুস্থভাবে তিনি আদালতে এসেছেন, যথারীতি আদালতের প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং যথারীতি ফিরে গেছেন। আমরা আশা করছি আগামীতে তিনি যথাসময়ে আদালতে উপস্থিত হবেন।’