কৃষকদলের আহ্বায়ক দুদু, সদস্যসচিব তুহিন

নন্দিত ডেস্ক : জাতীয়তাবাদী কৃষক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সদস্যসচিব এবং ১২ যুগ্ম আহ্বায়কসহ ১৩৯ সদস্য নিয়ে সর্বমোট ১৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই আহ্বায়ক কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য নেতারা হলেন, যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন মো. জসিম, মো. তোফাজ্জল হোসেন, এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো. নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সদস্যরা হলেন- গৌতম চক্রবর্তী, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইফুল ইসলাম শিশির, সৈয়দ সাবেরুল হক সাবু, মেহেদী আহমেদ পলাশ, ইলিয়াস আহমেদ পাল, এম এ হালিম, জিয়াউল হায়দার পলাশ, প্রকৌশলী টি এস আইয়ুব, নাসির হায়দার, শহিদুল ইসলাম ভূঁইয়া, ফেরদৌস পাটোয়ারী, অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, আবু তাহের, ওবায়েদ উল্লাহ পিন্টু, এস কে সাদী, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম মোল্লা, তৌহিদ আহমেদ, সুলতান ফেরদৌস নম্র, মো. আনোয়ারুল হক, মো. জাফরুল্লাহ, মো. মাহবুবুর রহমান সানা, আকরাম হোসেন মন্ডল, এম এ রশিদ প্রমুখ।