রাব্বানা-মিজান মোহাম্মদ

ডাকো তারে দমে দমে যিনি মালিক রাব্বানা সব বিপদের সহায় তিনি বাবা টাবা কাব্বা না। ফরয সবে আদায় করো আর দিও নাকো ফাঁকি দম যে কখন যাবে থেমে কে জানে কতো বাকী? দম ফুরালে মাটির ঘরে কে দেবে তোমায় ছায়া? দমে দমে তাঁরেই ডাকো ছেড়ে দুনিয়ার মায়া।