II মাসুদা সিদ্দিকা রুহী II
একসময় মনে হয়েছে
আমি কিনে ফেলেছি পুরো শহর
কিনেছি পাহাড়ী ঢল, নীলজল
ছোট ছোট ঢেউ
পূর্বপুরুষের পুরনো গাম্ভীর্য
দুহাত ভর্তি অঢেল সুখ
কৈশোর জুড়ে থাকা গাঢ় স্বপ্ন
তোমার প্রথম প্রিয়তম হয়ে আসা
জীবন ঘড়ির অনেক মূল্যবান সময়
আমার কেনা।
তোমার নরম মুখের ৩৬৫ দিনের নি:শ্বাস
সকালের টিপয়ের ঢেলে দেয়া গ্রীন ট্রি
ঈর্ষা করার মতো আকাশ ভরা তারা
নির্লিপ্তের মতো অন্ধকার
এশহরটা আমার অনেক দিনের অনুগত
এ শহরের অতিথি পাখি, গোলাপ মেশানো মাধুর্য্যরে বারান্দা
বাতাসে শিউলির ঘ্রান
মাথার উপর আকাশ
আকাশের গায়ে মেঘ
জলের ভেতর ঢেউ
ঢেউয়ের ভেতর আমি,
ইচ্ছে করে শহরতলীর প্রতারক ট্রেন হতে
দেরি করেও হলেও বার বার
তোমার শহরেই যেন আসি।
মন্তব্য