জীবন মানে

আব্দুল কাদির জীবন ...... জীবন মানে দুঃখ-সুখ আর কান্না-হাসি জীবন মানে গল্প-নাটক পাশাপাশি জীবন মানে চন্দ্র-তারা সূর্য-রবি জীবন মানে রংতুলিতে আঁকা ছবি। জীবন মানে দুঃখ-সুখের একটি খেলা জীবন মানে রঙ্গ-মঞ্চে একটি মেলা জীবন মানে প্রকৃতির এক নীরবতা জীবন মানে এক নদী জল বিষন্নতা। জীবন মানে প্রেম-পীরিতি, আড্ডাবাজি জীবন মানে হরেক রুপে আমরা সাজি জীবন মানে নদীর জোয়ার এবং ভাটা জীবন মানে প্রেম-বিরহের তিক্ত কাঁটা। জীবন মানে ছন্দে গড়া ছন্দিত মন জীবন মানে দুনিয়াজোড়ে নন্দিত মন। লেখক: সম্পাদক, ইংরেজি ম্যাগাজিন "দি আর্থ অব অটোগ্রাফ"