সাহিত্য ডেস্ক:বাংলা কবিতায় কবি জসীমউদ্দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করতে যাচ্ছে।
প্রথমবারের মতো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ।
বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন খ্যাতিমান সাহিত্যিককে এক বছর অন্তর বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করবে। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
মন্তব্য