জন্মদিনে প্রিয়জনদের ভালোবাসায় সিক্ত হলেন ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ

নন্দিত সিলেট :: জন্মদিনে প্রিয় ও গুণীজনদের ভালোবাসায় সিক্ত হলেন ছড়াকার ও সাংস্কৃতিক কর্মী নিরঞ্জন চন্দ্র চন্দ। জীবনের পথ-পরিক্রমায় ৪০ বছরে পা রাখলেন নিরঞ্জন চন্দ্র চন্দ। গতকাল বুধবার রাত ৯ টায় নগরীর প্রাণকেন্দ্রের একটি অভিজাত রেষ্টুরেন্টে কেক কেটে নিরঞ্জন চন্দ্র চন্দ এর জন্মদিন পালন করেন এক ঝাঁক নিরঞ্জন চন্দ্র চন্দ'র প্রিয়জন ও গুণীজনেরা । জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নন্দিত সিলেট ও সাহিত্য সংগঠন পারমিতা সিলেট'র যৌথ উদ্যোগে কবি ও সংগঠক ধ্রুব গৌতম এর পরিচালনায় কবি মাসুদা সিদ্দিকা রুহীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি সিলেট এর সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কবি জামান মাহবুব, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর উপ-পরিচালক জ্যেতি মোহন বিশ্বাস, , কবি ও ছড়াকার অজিত রায় ভজন,ছড়াকার আনোয়ার হোসেন মিছবাহ, ,এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন,ব্যাংকার অরুন কুমার বিশ্বাস, মঞ্জুর মোহাম্মদ, এমরান ফয়সল, কবি সৈয়দ মুক্তদা হামিদ,কবি আল মামুন বাবলু ও শিশু লেখক জয়িতা হোসেন ইরা প্রমুখ। আলোচনায় বক্তারা ছড়াকার নিরঞ্জন চন্দ্র'র জীবনের ইতিবাচক নানা দিক তুলে ধরে কর্মময় জীবনে সুস্বাস্থ্য ও স্বার্থকতা কামনা করেন।