আনোয়ার হোসেন মিছবাহ্:
তোমার মাঝে খুঁজবো আমি
একটি আপন ঘর
ঘরের ভেতর ঢুকেই তুমি
আনবে প্রেমের জ্বর।
তোর জনমে জনম পেতে
একলা ঘরে রই
তুইযে আমার একলা প্রাণের
অন্য রকম সই।
তুমি আমার মুগ্ধ মাতাল
বাউলা গানের সুর
তুমার গানে ঠুমরি নেচে
হচ্ছি আমি চোর।
নদীর ধারে চাঁদ ডেকেছি
আসবি বুঝি আজ
চাঁদের সাথে থেলবো কথা
রেথে নানান কাজ।
ছাদের কোণে চাঁদ ডেকেছি
ডাকছি তোমায় হৃদে
চাঁদের আলো মাখলে দুজন
মিঠবে প্রেমের খিদে।
বুক পকেটে ঘুমিয়ে আছে
তোর পিরিতের খাম
হাত গলিয়ে পরশ মেখে
জ্বর কে বলি থাম।
মন্তব্য