নন্দিত সিলেট :: অমর একুশে বইমেলার প্রথম দিনেই পাঠকপ্রিয়তা পেয়ে সাড়া জাগিয়েছে পল্লব পলাশের 'চন্দ্রবিন্দু ও তাহাদের উপাখ্যান' বইটি ।বইটি কিনতে চৈতন্যে এর স্টলে ছিল উপচে পড়া ভিড় ।
একজন তরুণ পুলিশ কর্মকর্তা পল্লব পলাশ। বর্তমানে তিনি সিলেট পুলিশের একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।। তার কর্ম জীবনের বয়স ৫ বছর।
বইটি সম্পর্কে পল্লব পলাশ নন্দিত সিলেটকে বলেন, ' আমি স্বপ্ন দেখতাম দেশ ও মানুষের জন্য কাজ করবো। আমি যখন থাকবো না আমি বিশ্বাস করি আমার লেখা মানুষ কে সুন্দর এবং ভালোবাসার পথ দেখাবে। বই হচ্ছে সন্তানের মত আমি বইটা লিখেছি মানুষের জন্য-ভালোবাসার জন্য আশা করি সবার ভালো লাগবে।তবে প্রথম দিনেই বইটি এতো জনপ্রিয়তা পাবে আশা করিনি ।
মন্তব্য