এমরান ফয়সল:: একুশে বইমেলায় আনোযার হোসেন মিছবাহর দুটি বই প্রকাশিত হয়েছে। “একবাক্স দীর্ঘশ্বাস” ও “ছেঁড়া পঙ্ ক্তি” নামে কাব্যগ্রন্থ দুটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশন। বিইদুটি বাংলা একাডেমী একুশে বইমেলার বাসিয়া প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। এছাড়া তবে সিলেটের পাঠকদের জন্য সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলায় বাসিয়া প্রকাশনী ও জসিম বুক হাউজে’র স্টলে পাওয়া যাবে “একবাক্স দীর্ঘশ্বাস” ও “ছেঁড়া পঙ্ ক্তি” বইদুটি।
আনোয়ার হোসেন মিছবাহর বলেন, “নিজের লেখা বই পাঠকদের হাতে তুলে দেওয়ার একটা মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, একথা ভেবে অনেক ভাল লাগছে। অনেকে বই কেনার ইচ্চ্ছার কথা জানিয়েছেন।”
তিনি আগ্রহী পাঠকদের জন্য শনিবার বিকেল থেকে প্রতিদিন ৫টায় তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা সিলেট বইমেলায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
বইটির প্রকাশক নোয়াব আলী। বাসিয়া প্রকাশন থেকে প্রকাশিত বইদুটির প্রচ্ছদ করেছেন বিখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ।
মন্তব্য