কুমার গনেশ পাল স্মরণে"আপন ঠিকানায়"

অজিত রায় ভজন:যাদুকাটা-য় তুই-রে ছিলি আমিও ছিলাম ওরে, তোর সনে তো হয়নি দেখা নদীর বালু চরে। স্নান সেরে তুই পূত মনে ফিরতে গিয়ে ঘরে, হারিয়ে গেলি কেমন করে চিরদিনের তরে ? সবাই ফিরে ঠিকই এলো তুই এলি না আর, তোর সোনা-রা আর পাবে না মমতা পিতার। পুণ্যস্নানে শুদ্ধ হয়ে চললি আপন বাড়ি, প্রভুর লীলা খেলা কি আর বুঝতে সবে পারি ?