প্রিয়ভাষিণী 'মা'

তালুকদার তুহিন :প্রিয়ভাষিণী 'মা' এই ক্ষুদ্র মুখে তোমার প্রশংসা করে তোমায় ছোট করবনা। ছোট আমি বড় হয়েছি,মন তো বড় হল না, কষ্ট পেয়েও হেসেছ তুমি,আমি যেটি করতে পারিনা। মাগো,,এই ক্ষুদ্র মুখে তোমার প্রশংসা করে তোমায় ছোট করবনা। বাবা থাকতে করতে কত খুনসুটি,ঝগড়া ভালবাসা,আমরা ভাবতাম বিষয়টা তো মন্দ না। নিজের বেলা বুজতে পারি,ভালবাসা,ওরে বাবা কত যন্ত্রণা। ছেলে আমি,এই ক্ষুদ্র মুখে তোমার প্রশংসা করে তোমায় ছোট করবনা। মাগো তোমার ছেলে বড় হয়েছে, কষ্ট সহ্য করতে পারেনা। আড়াল করে কাদি যখন,লুকিয়ে কান্না লুকিয়ে রাখতে পারিনা। তুমি বুঝে মাথায় বুলিয়ে হাত ভুলিয়ে দিলে যন্ত্রণা। তোমার ছেলে কাঁদতে জানে,কষ্ট নিতে জানেনা, হাসি মুখের অভিনয় নিয়ে বেচে থাকতে কষ্ট যে খুব তুমি বুঝ আর তো কেও বুঝে না। প্রিয়ভাষিণী 'মা'এই ক্ষুদ্র মুখে তোমার প্রশংসা করে তোমায় ছোট করবনা।