"সেলফি"

মোঃআলাউদদীন তালুকদার:বিয়ে বাড়ি, মরা বাড়ি মসজিদ কিংবা মাজারে, হাটে, ঘাটে, মাঠে, ময়দানে হঠাৎ আবার বাজারে। তুলতে দেরি ফেইসবুকে তা ছাড়তে দেরি নয়, বর্তমান যুগে মোবাইল নিয়ে বেরোলেই সেটা হয়। এই রোগের ডাক্তার নাই ডাক্তার হলো মন, মোবাইল যখন হাতে থাকে কাজ তাই সারাক্ষণ। বাড়ির ছাদে ছবি তুলে অনেকে পড়ে নীচে, হোন্ডা চড়ে বন্ধুরা কতো প্রাণ বিসর্জন দিছে। তাইতো বলি ভাই, বোনেরা রাগ করবেনা কেউ, এক সেকেন্ডের রঙের তরে প্রাণ দিওনা কেউ!