"দুধে বিষ"

অজিত রায় ভজন :খাবার দুধে বিষ দিচ্ছে খাচ্ছে শিশু বুড়ো, খুব আয়েসে খাচ্ছে দেখো মা-মাসী আর খুড়ো। অবুজ শিশুর কঁচি মুখে মা তুলে দেয় বিষ, ভাবতে গেলে বুক ভেঙে যায় কষ্ট লাগে ইস্। ওদের কি আর মানুষ বলা যায়রে কোন দিন ? দুধের মাঝে বিষ দিলো কে আজকে তাদের চিন।