"সুখের ঠিকানা"

নিরঞ্জন চন্দ্র চন্দ:সুখের খুঁজে এদেশ ওদেশ কত্ত দেশে ঘুরি কোথায় গেলে সুখ যে পাবো টেনশনেতে মরি। স্বপ্নের দেশ কানাডাতে সুখের খুঁজে যাই মায়নাস ফোর্টি টেম্পারেচার ভয়ে যে পালাই। ইউ,কে তে রাণীর দেশে সবাই নাকি সুখি? সেইখানেও চোখে পরে আমার মত দুঃখি। রোম,প্যারিস আর ইস্পেনেতে সুখ পাখিটা খুঁজি সুখ আসলে বিষয়টা কি এইটা কিরে বুঝি! ক 'দিন পরে আমেরিকায় সুখের খুঁজে যাবো, জানেন প্রভু সত্যি কোথায় সুখ পাখিরে পাবো?