”প্রেমিকা”

জালাল জয়:পৃথিবী যেখানে মিথ্যে স্বপ্নে আচ্ছন্ন সেখানে সত্যের আলো হয়ে ছুটে আসো তুমি অবিশ্বাসের গলায় তুলে দাও বিশ্বাসের ফুল আধারে জ্বেলে দাও, মায়ার প্রদীপ অঝরে অশ্রুসিক্ত নয়নে তুমি ঢেলে দাও প্রেমের নদী, যে নদীর জলে আমি ডুবে ডুবে স্বপ্ন দেখি নতুনের আহবানে আন্দোলিত হই, আলোকিত হই প্রতিদিনের একটু একটু ছোঁয়ায় শোনো প্রেমিকাহীন এই শহরে কোন সুখ ছিলনা, কোন হাসি ছিলনা প্রেমিকার অবর্তমানে পুষেছিলাম যত হতাশা সবকিছুই আজ বিদায় দিয়ে আমি হাটছি সুখের পথে শোনো প্রেমিকাঃ আমি চিরসুখী, শুধুই তোমার জন্য