সুনামগঞ্জ স্টেশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর শহরের স্টেশন রোডের দুপাশে সড়ক ও জনপথের ভূমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। বুধবার দিনব্যাপি সড়ক পরিমাপের পর নিজেদের জায়গা বের করেন সংশ্লিষ্টরা। এসময় সড়কের দুপাশে নির্মিত বিভিন্ন মার্কেটের বর্ধিত ছাউনি, দোকানকোটা, ফুটপাত, ফলের বাজারের অস্থায়ি স্থাপনা উচ্ছেদ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমীন সরকারের নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন- জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম, সার্বেয়ার মো. নাজমুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, স্টেশন রোড এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠা ও দখলদারিত্বের কারনে দিন দিন সংকীর্ণ হয়ে পড়েছিল সড়কটি। সড়কের উপর ফল সবজি অস্থায়ি দোকানপাঠ থাকায় যানজটের কবলে পড়তে হতো সাধারণ যাত্রী সাধারণ ও স্থানীয়দের।