ওসমানী বিমানবন্দরে ২১০ কার্টন সিগারেট জব্দ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ২১০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে আরব আমিরাতের দুবাই থেকে ঢাকা হয়ে সিলেটে আসা বিমানের একটি ফ্লাইটে (বিজি-৬০১) ওই যাত্রী ছিলেন। মোজাম্মেল হক নামের ওই যাত্রী চট্টগ্রামের লোহাগড়ার আব্দুস সালামের ছেলে। ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা আব্দুল মোতালেব সিলেটভিউকে জানান, মোজাম্মেল হকের লাগেজ স্ক্রিনিংয়ের সময় ২১০ কার্টন সিগারেট পাওয়া যায়। পরে সিগারেটগুলো জব্দ করা হয়। বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা আজগর আলী জানান, জব্দকৃত সিগারেটের মধ্যে ডানহিল, গোল্ডলিফ ও ইজি সিগারেট ছিল। এগুলো জব্দ করা হয়েছে। একইসাথে যাত্রী মোজাম্মেল হকের পাসপোর্টও জব্দ করা হয়েছে, তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, মোজাম্মেল হকের বাড়ি চট্টগ্রামে। কিন্তু বিমান থেকে তিনি ঢাকায় না নেমে সিলেটে আসেন। এখানে ইমিগ্রেশনে তার লাগেজ স্ক্রিনিংয়ের সময় সিগারেটগুলো ধরা পড়ে।