পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল!

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদ- ঘোষণা করা আদালতের প্রক্রিয়াকে অসাংবিধানিক ঘোষণা করেছে লাহোর হাইকোর্ট। ফলে অ¯পষ্টতা সৃষ্টি হয়েছে তার মৃত্যুদ- ঘোষণা করে দেয়া রায়ের আইনি বৈধতা নিয়ে। গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের একটি বিশেষ আদালতে তাকে মৃত্যুদ- দেয়। পারভেজ মোশাররফ দীর্ঘদিন ধরে দুবাইতে স্বঘোষিত নির্বাসনে রয়েছেন। তার মৃত্যুদ-কে তিনি উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। পাকিস্তানের সেনাবাহিনীও প্রথম থেকেই এ রায়ের প্রতি তাদের অসন্তোষের কথা জানিয়ে আসছে। একইসঙ্গে তারা পারভেজ মোশাররফের সঙ্গে থাকার ঘোষণা দেয়। তবে এখনো এটি নিশ্চিত নয় যে সোমবারের ওই রায়ের ফলে তার মৃত্যুদ- বাতিল হয়ে যাবে কিনা। তবে পারভেজ মোশাররফের আইনজীবিরা তার দায়মুক্তির বিষয়ে আশাবাদি।