সোনারগাঁওয়ে কর্মহীনদের মধ্যে স্বাচিপ নেতা বীরুর ত্রাণ বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। একারণে আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠা নিয়ে ঘরবন্দি হাজারো মানুষ। করোনার কারণে বেকার হয়ে পড়া এসব মানুষের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু। রোববার তিনি নিজস্ব অর্থায়নে দু:স্থ-অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বাজারে এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকির হোসাইন, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সোনারগাঁ থানা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন প্রমূখ। আওয়ামী লীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, সোনারগাঁয়ে কোন মানুষ না খেয়ে কষ্ট করবে এটা হতে পারে না। প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে এসে দাড়িয়েছি। যতোদিন করোনার কারণে মানুষ ঘরবন্দী থাকবে ততোদিন আমার এ কর্মসূচি চলমান থাকবে।