সিলেটে গণপরিবহন চলবে কি না, সিদ্ধান্ত হবে শনিবার

সিলেটে গণপরিবহন চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী শনিবার (৩০ মে) গণপরিবহন নেতাদের নিয়ে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে। উক্ত বৈঠকে সিলেটে গণপরিবহন চলবে কি না, সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক এ কথা জানান। ৩১ মে থেকে সিলেটে গণপরিবহন চলাচলের বিষয়ে তিনি বলেন, আমরা সবসময়ই সরকারের সিদ্ধান্তের পক্ষেই আছি এবং করোনা পরিস্থিতিতে সরকারের আদেশ জারির পর থেকেই সিলেটেও গণপরিবহন বন্ধ করে দেই। এবার সরকার যদি সারা দেশে গণপরিবহন ৩১ মে থেকে চালুর নির্দেশনা দেয়, তবে আমরাও সে নির্দেশের আলোকেই সিদ্ধান্ত নিবো। তারপরও বৈঠকে স্থানীয় প্রশাসন এবং এ সংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দর মতামত নেয়া হবে। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আর না বাড়ার সঙ্গে সঙ্গে সীমিতভাবে গণপরিবহন (বাস, নৌযান ও ট্রেন) চালু হতে যাচ্ছে। বুধবার (২৭ মে) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান ও ট্রেনও চলাচল করবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে। গণপরিবহন চলাচলের বিষয়টি আমরা স্থানীয় প্রশাসন থেকে ঠিক করে দেব। গণপরিবহন চালালে তো ঠাসাঠাসি করে চালানো যাবে না। সামাজিক দূরত্ব মেনেই চালাতে হবে। অবশ্যই যাত্রীদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। এগুলো নিশ্চিত করেই মালিকদের গণপরিবহন চলাচলের ব্যবস্থাটা করতে হবে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কতটুকু নিয়মকানুন মেনে গণপরিবহন চলাচল করতে পারে সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব।