নিঝুম দ্বীপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের লিচু হত্যা মামলার আসামিরা

নোয়াখালির নিঝুম দ্বিপে গিয়েও রক্ষা পেলনা জকিগঞ্জের আবুল হোসেন লিচু হত্যা মামলার প্রধান ৩ আসামি। তাদের গ্রেফতার করে সিলেট নিয়ে আসা হচ্তারা হলেন জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশার গ্রামের মৃত ছয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), ময়না মিয়ার দুই ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ তারা লিচু হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার প্রধান আসামি। বুধবার সকালে তাদের নোয়াখালির নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলউল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচুকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা করে তারই ভাগ্নে জাকারিয়াসহ কয়এ ঘটনায় লিচুর স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা চায়না বেগমকে (৪০) গ্রেফতামামলার অন্যান্য আসামিরা হলেন হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম জানিয়েছেন, অন্যান্য আসামিরা পলাতক। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।