ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হলেন শাহীন শাহ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭) তথা ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত নিযুক্ত হলেন জননন্দিত ও মানবিক যাদু শিল্পী শাহীন শাহ । আগামী ২ বছরের জন্য নিযুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান এই যাদু শিল্পী । সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা “ময়ূরপঙ্খী” সংগঠনটি ইতোমধ্যে প্রশংশিত হয়েছে দেশ এবং বিদেশে । ময়ূরপঙ্খীর শুভেচ্ছাদূত হিসেবে সংগঠনটির বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ এবং প্রচার ও প্রসারে কাজ করবেন শাহীন শাহ । উল্লেখ্য, শাহীন শাহ যাদু শিল্পের এক আধুনিক নন্দিত যাদুশিল্পী । স্কুল জীবন থেকে শুরু করে আজ অবদি বংলাদেশের বিভিন্ন চ্যানেলসহ বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে ম্যাজিক দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। বাক পটু উপস্থাপনা ও নান্দনিক যাদু তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক পরিচিতি । তাই তো দেশের সীমা রেখা পেড়িয়ে আমেরিকা, সিংগাপুর, মালয়েশিয়া, বাহরাইন, কাতার, জার্মান, অষ্ট্রিয়া, ইতালী, চীন, দুবাই ও ভারতসহ পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন শুধুমাত্র দর্শকদের অনুরোধে। স্কুল জীবন থেকেই যাদু দেখিয়ে আসছেন তিনি। যাদু শিল্পে বিশেষ অবদানের জন্য অসংখ্য সংগঠন তাকে সম্মানীত করেছেন। এছাড়া মানবিক যাদু শিল্পী হিসেবে মহামারী করোনা পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন । তার এই মানবিক কাজকে সম্মান জানিয়েছে “ময়ূরপঙ্খী” সংস্থা । ময়ূরপঙ্খীর পক্ষ থেকে মানবিক এই শিল্পীকে প্রদান করা হয়েছে “ময়ূরপঙ্খী বিশেষ সম্মাননা ও সনদপত্র” । শাহীন শাহ বলেন, আমাকে সম্মাননা প্রদান ও শুভেচ্ছাদূত মনোনিত করায় আমি ময়ূরপঙ্খী বিশেষ ধন্যবাদ দিচ্ছি । আমি সব সময় ময়ূরপঙ্খীর পাশে আছি এবং থাকবো । ময়ূরপঙ্খীর মানবিক কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার । যেকোন ধরনের প্রয়োজনে আমি পাশে আছি ময়ূরপঙ্খীর ।