প্রদীপে চাপা পড়ছে লিয়াকতের অপকর্ম

চাঁদা না দিলে মাছের ভেতর ইয়াবা রয়েছে বলে মাছ রাস্তায় ছিটিয়ে দেয়াসহ নানাভাবে হয়রানি করতেন। সেই সঙ্গে ব্যবসায়ীদের ফাঁড়িতে নিয়ে ২০ থেকে ৫০ হাজার টাকা করে আদায় করতেন লিয়াকত। শামলাপুরের টমটম চালক সরওয়ার কামাল জানান, প্রত্যেক টমটম গাড়ি থেকে মাসে ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা নিতেন লিয়াকত। করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে ৫০০ টাকার জন্য আমার গাড়ির সামনের গ্লাসটি ভেঙে ফেলেন পরিদর্শক লিয়াকত। এরপর টাকা নিয়েই তিনি গাড়িটি ছেড়েছেন। শুধু তাই নয়, গ্রাম্য সালিশ থেকেও হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন লিয়াকত ও তার সহযোগীরা। গত ৩১ আগস্ট রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান। এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন ও নিরাপত্তা বিভাগ। তদন্তের স্বার্থে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত হোসেনসহ ১৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিনহা ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র‌্যাব। ৫ আগস্ট বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন মেজর সিনহার বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এই মামলায় ৭ পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন। তারা এখন কারাগারে আছেন। তাদের র‌্যাব হেফাজতে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবিরকে বাদ দিয়ে কার ইশারায় প্রদীপ যোগদান করেছিলেন টেকনাফ থানায়? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবির। কক্সবাজার ডিবিতে কর্মরত থাকা অবস্থায় ২২ মাসের নানা অজানা তথ্য রয়েছে তার কাছে। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যার কয়েক দিন আগে হুমায়ূন কবির নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসে তিনি বেশকিছু প্রশ্ন তুলে ধরেছেন। সেগুলো হল- ক. ২২ মাস আগে টেকনাফ থানায় ওসি হিসেবে যোগদান করার কথা ছিল কার? খ. কাদের আশীর্বাদে প্রদীপের রাতারাতি নাটকীয়ভাবে মহেশখালী হতে টেকনাফে যোগদান? গ. তার চাকরির খতিয়ান কার অজানা আছে? ঘ. এসআই থেকে ইন্সপেক্টর পর্যন্ত প্রদীপ কতবার কক্সবাজারে? ঙ. শুধু কক্সবাজার-সিএমপি-কক্সবাজার কেন হবে তার চাকরির ক্ষেত্র? চ. কক্সবাজার ও সিএমপিতে এক প্রদীপ কতবার ডুবিয়েছে বাংলাদেশ পুলিশের ইমেজকে? ছ. সাধারণ জনগণ যা জানেন তা কি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজানা ছিল?