চেক ডিজঅনার মামলা করে ফেসে গেলন সিলেটের আলোচিত শামীমা। রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জানা গেছে, সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্ধা মুহিবুর রহমানের স্ত্রী ও সাবেক কাউন্সিলর শামীমা স্বাদীন সম্প্রতি একটি চেক ডিজঅনার মামলা করেন। কতোয়ালী সি.আর মামলা নং- ৭১১/২০১৯ ইং দায়ের করেন।
ওই মামলায় শামীমা নিজেই বাদি ছিলেন। কিন্তু মামলা দেওয়ার পর তিনি আদালতে হাজির হননি। এরপর আদালত থেকে কয়েকটি সমন দেওয়ার পরও শামীমা হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলেও রোববার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালতে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য