ভিটামিন ডি করোনায় মৃত্যু ৬০ ভাগ কমায়

নতুন এক গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি করোনায় মৃত্যু শতকরা ৬০ ভাগ কমায়। ফলে করোনা চিকিৎসায় অবিলম্বে ভিটামিন ডি ব্যবহারের তাগিদ দেয়া হয়েছে। এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সোস্যাল সায়েন্স রিসার্স নেটওয়ার্ক- এ। সাবেক ব্রেক্সিট বিষয়ক সেক্রেটারি এমপি ডেভিড ডেভিস এই গবেষণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।এতে আরও বলা হয়, স্পেনের বার্সেলনায় হাস্পাতাল ডেল মার-এ ৫৫০ জন করোনা রোগীর ওপর চিকিৎসায় ভিটামিন ডি৩ ব্যবহার করা হয়েছিল। এতে তাদেরকে ৫ ট ডোজ দেয়া হয়েছিল। তবে প্রতিটি ডোজের মধ্যবর্তী সময় আস্তে আস্তে বাড়ানো হয়েছিল। প্রথম ডোজের পর এই সময় ছিল ২,৪, ৮ ও ১৫ দিন।।