ছাতকে সংঘর্ষের ঘটনায় ৬ আসামি কারাগারে

সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবর্ষণের মামলায় ৬ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) আমল গ্রহণকারী আদালত ছাতকের ম্যাজিস্ট্রেট বেলাল আহমদ আসামিদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শী গ্রামের সেবুল মিয়া, আয়ুব আলী, আম্বর আলী, কয়েছ, রেদোয়ান ও আজাদ মিয়া। মামলা সূত্রে জানা যায়, গতবছরের ২৭ নভেম্বর গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উত্তর কুর্শী গ্রামের আঙ্গুর মিয়া ও সুজা মিয়ার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় শতাধিক লোক আহত হন। ওই ঘটনায় সুজা মিয়া বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং-০১, তারিখ-০১/১২/২০২০) দায়ের করেন। আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে অবশেষে বুধবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।