মোগলাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে- টাকিরমোড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তাজ উদ্দিন ও আব্দুস শহীদের ছেলে আলী হোসেন। তাদের দুজনেরই বয়স সাড়ে ৪ থেকে ৫ বছরের মধ্যে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রোববার বেলা ১১টার দিকে তাজ উদ্দিন ও আলী হোসেনকে তাদের পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। পরে দুপুর ১২টার দিকে এক প্রতিবেশির মাধ্যমে অভিভাবকরা জানতে পারেন পাশের শরাফত আলীর পুকুরে রুবেলের ছেলে তাজ উদ্দিনের লাশ ভাসছে। সবাই সেখানে ছুটে গিয়ে তাজের লাশ উদ্ধার করতে গেলে আলী হোসেনের লাশও পাওয়া যায়। এ ব্যাপারে মোগলাবাজার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য