নগরীতে অসামাজিক কাজের দায়ে ৮ নারী-পুরুষ আটক

সিলেট নগরীর সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ নারী-পুরুষকে আটক কয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে মর্মে গোপন সংবাদ পায় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সাজেদুল করিম সরকারসহ অন্যান্য ডিউটি পার্টির অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ওই আবাসিক হোটেলে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।