সিলেটে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও ১১৭৭ জন। এদের মধ্যে পুরুষ ৭৯৬ ও নারী ৩৮১ জন। মঙ্গলবার ( ৪ মে ) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে এ টিকা দেয়া হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯০ জন। এর মধ্যে পুরুষ ৪০২ ও নারী ২৮৮ জন। এছাড়া পুলিশ লাইন্স হাসপাতালে টিকা নিয়েছেন ১৯৭ জন। এর মধ্যে পুরুষ ১১০ ও নারী ৮৭ জন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। বুধবারও যথারীতি এ দুটি কেন্দ্রে টিকা দেয়া হবে।
মন্তব্য