কোভিডে ২০২১ সালের প্রথম মৃত্যু ঘোষণা অস্ট্রেলিয়ার

কোভিড আক্রান্ত হয়ে ২০২১ সালের প্রথম মৃত্যু ঘোষণা করলো অস্ট্রেলিয়া। একইসঙ্গে এদিন দেশটিতে একদিনে সর্বোচ্চ কোভিড রোগিও শনাক্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলস প্রদেশে ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পরছে কোভিড-১৯। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটির চলমান ঢেউয়ের পেছনে রয়েছে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়, রোববার ৯০ বছরের এক বৃদ্ধ নারী কোভিড শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা গেছেন। এটিই এ বছর দেশটিতে কোভিড সংক্রান্ত প্রথম কোনো মৃত্যু। এদিকে দেশটিতে বাড়ছে সংক্রমণও। একদিনে শনাক্ত হয়েছে ৭৭ জন। by Taboola You May Like ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম আর নেই লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটির সবথেকে বড় শহর সিডনিতে। নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক প্রধানমন্ত্রী গ্লাডিজ বেরেজিকলিয়ান বলেন, আগামি কাল সংক্রমণ ১০০ না ছাড়ালেই বরঞ্চ আমি অবাক হবো। গত শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০ জন। সেটিও ২০২১ সালের সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ছিল। সব মিলিয়ে সর্বশেষ ঢেউয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন।