বেড়িবাঁধ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন: ২জনকে ১৫দিনের কারাদন্ড

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাঁধ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ২জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত এ রায় দেন। আসামীরা হলেন, উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের তবাজ উল্লাহ’র ছেলে আব্দুল মিয়া(৩৭) ও একই গ্রামের জাফর আলী’র ছেলে জয়নাল মিয়া(৩৫)। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে স্টীল ব্রীজ সংলগ্ন ইছগাঁও গ্রামে অভিযান চালিয়ে বেড়িবাঁধ সহ অবৈধভাবে মাটি উত্তোলনকালে আব্দুল মিয়া ও জয়নাল মিয়া কে আটক করা হয়। তারা দোষ স্বীকার করায় তাদের অপরাধ আমলে নিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় বর্ণিত অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক প্রত্যেক-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত নৌকা ও মাটি স্থানীয় ইউ/পি মেম্বার মুকিত মিয়ার জিম্মায় প্রদান করা হয়।