পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে অভিযোগ করলেন সাবেক অর্থমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন আছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাকে দেখার জন্য সস্ত্রীক হাসপাতালে যান তার ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রোববার (০১ আগস্ট) বিকেলে সাবেক অর্থমন্ত্রীর পাশে কিছু সময় কাটান পররাষ্ট্রমন্ত্রী।
সাবেক অর্থমন্ত্রী মুহিতের ছোট ভাই এ কে মুইজ সুজন জানিয়েছেন, করোনাক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সাবেক এ অর্থমন্ত্রীর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছে।
এর আগে বুধবার (২৯ জুলাই) তাকে ওই হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভর্তি করা হয়।
এদিকে সাবেক অর্থমন্ত্রী মুহিত ছোট ভাই ড. মোমেন এর কাছে হাসপাতালে তার দুটি অভিযোগের কথা জানান ছোট ভাই মোমেনকে। এর মধ্যে একটি হচ্ছে, হাসপাতালে আসার পর তিনি কোনো পত্রিকা পাচ্ছেন না। আর অন্যটি হচ্ছে, হাসপাতালে তার সঙ্গে কোনো বই নেই, তাই হাসপাতালে তার সময় পার করতে খুবই কষ্ট হচ্ছে।
এরপর আবুল মাল আবদুল মুহিতের চাহিদামতো হাসপাতালে ৪টি জাতীয় পত্রিকা ও ৪টি বই পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।